ভোরের আলো ফোটে, ঘড়ি টিকটিক শব্দে,
মানুষ ছুটে চলে শহরের ভিড় রাস্তায়।
হাতে ফাইল, চোখে স্বপ্ন, ক্লান্তির আঁচলে,
দৌড়ের উপর দৌড় যেন শেষ নেই কোনো প্রান্তায়।
চাকার ঘূর্ণনে বাঁধা শহরের দিনরাত,
মোবাইলের কল, মিটিং আর কাগজের পাহাড়।
হৃদয়ের ভাষা ডুবে যায় যান্ত্রিক স্রোতে,
হাসি-কান্না ঢেকে রাখে সময়ের ভার।
কোথায় হারাল সবুজ মাঠ, শিশির ভেজা সকাল?
কোথায় মিশে গেল চাঁদের আলোয় গল্পের আবেশ?
ব্যস্ততার ঘেরাটোপে মানুষ হয় যান্ত্রিক,
তবুও ভেতরে খোঁজে একটু শান্তির অবশেষ।
অসাধারন হয়েছে