মধ্যরাতের লড়াই

রাত তখন বারোটা পেরিয়েছে। সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু রফিকের চোখে ঘুম নেই। অফিসের বড় প্রেজেন্টেশন কাল সকালে জমা দিতে হবে। ঘরে নিস্তব্ধতা, শুধু ল্যাপটপের কীবোর্ডে আঙুলের শব্দ শোনা যায়। জানালার বাইরে চাঁদের আলো ঘরে ঢুকে যেন তাকে সঙ্গ দিচ্ছে। ক্লান্তি জমলেও হাল ছাড়ে না রফিক। পরিবারের ভবিষ্যৎ, নিজের স্বপ্ন—সবই এই পরিশ্রমের সাথে বাঁধা। ভোর হওয়ার আগেই কাজ শেষ হয়। জানালার বাইরে প্রথম সূর্যের আলো দেখে রফিকের মনে এক অদ্ভুত শান্তি নামে—কঠোর পরিশ্রমের রাত অবশেষে স্বপ্নের পথে আরেকটি ধাপ এগিয়ে দিলো।

2 thoughts on “মধ্যরাতের লড়াই”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top