সকালে উঠেই দেখি, হারিয়ে গেছে মোজা,
বিছানার নিচে লুকায়, যেন গুপ্তচর খোঁজা।
বাজারে গেলাম আমি, আনতে ডিম-ভাত,
ফিরে এসে দেখি, বিড়াল করছে প্রাতঃরাশ।
বন্ধু বলে, “চল দৌড়াই, ফিটনেস হবে চমৎকার”,
তিন মিনিট পরেই দেখি, ওর মুখ লাল টমেটার।
ফোনে লিখি প্রেমপত্র, কষ্ট করে যত
ভুল করে পাঠালাম, অফিসের বসের কাছে তত!
শেষে বস হাসলেন, বললেন আমায় মজা,
আগামীকাল অফিসে আনিস হারানো মোজা!