সবুজ শ্যামল মাঠ ভরা ধানের গন্ধে,
গ্রামের পথে বাজে বাঁশির সুরে ছন্দে।
নদী বেয়ে নামে স্রোত—অপরূপ দৃশ্য,
বাংলার মাটিতে লুকায় স্বপ্ন অশেষ।
পাখির ডাকে ভোর হয়, শিশিরে রঙিন ঘাস,
কৃষকের ঘামে ভিজে ওঠে সোনালি আশ।
মেঘলা আকাশে ঝরে নামে বর্ষার গান,
শীতের কুয়াশায় মিশে থাকে প্রাণ।
রক্তে লেখা ইতিহাসে লাল সবুজ পতাকা,
শহীদদের ত্যাগে গড়া—আমাদের এই আঁকা।
ভাষার জন্য প্রাণ দিল যারা অকাতরে,
তাদের কণ্ঠ বাজে আজও হৃদয় ভরে।