গল্প কবিতার আড্ডা-এর নীতিমালা ও আমাদের প্রত্যাশা

প্রিয় সদস্য, লেখক ও পাঠকবৃন্দ,
লেখক ও পাঠকের মিলনমঞ্চ গল্প কবিতার আড্ডা পরিচালনার ক্ষেত্রে কিছু নির্দিষ্ট নীতিমালা মেনে চলা হবে এবং ব্যবহারকারীকেও তা মেনে চলতে হবে।

নীতিমালা

১) গল্প/কবিতা লেখার ভাষা হবে একমাত্র বাংলা। অন্য ভাষার লেখা গ্রহণযোগ্য নয়।

২) গল্প কবিতার আড্ডা বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, ধর্ম, মুক্তিসংগ্রাম ও অসাম্প্রদায়িকতার প্রতি শ্রদ্ধাশীল। তাই এসব বিষয়ে কটাক্ষ, অবমাননা বা আক্রমণাত্মক লেখা প্রকাশ করা হবে না।

৩) লেখকের স্বাধীনতা থাকলেও নিম্নোক্ত বিষয়গুলো নিরুৎসাহিত করা হবে:

  • ধর্ম, রাজনৈতিক দল বা নেতার পক্ষে সরাসরি প্রচার

  • সাম্প্রদায়িক, বর্ণবাদী, লিঙ্গবাদী বা অবমাননাকর লেখা/মন্তব্য

  • ব্যক্তিগত আক্রমণ, বিদ্বেষমূলক বা উস্কানিমূলক লেখা

  • অনুমতি ছাড়া বা সূত্র উল্লেখ না করে অন্যের লেখা প্রকাশ

  • অশ্লীল লেখা বা ছবি (অশ্লীলতার সংজ্ঞায় প্রশাসনের সিদ্ধান্ত চূড়ান্ত)

  • বিজ্ঞাপনমূলক লেখা

  • যুক্তি বা রেফারেন্স ছাড়া অভিযোগ/সমালোচনা

  • ইচ্ছাকৃতভাবে ফ্লাডিং বা মানহানিকর পোস্ট

  • প্রকাশিত লেখার পুনঃপ্রকাশ বা উস্কানিমূলক মন্তব্য

এই শর্তগুলো প্রোফাইল নাম ও ছবির ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

৪) সদস্যদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখা আবশ্যক। দলবদ্ধ আক্রমণ, অশিষ্ট মন্তব্য বা অন্যকে হেয় করার প্রচেষ্টা থেকে বিরত থাকতে হবে। অভিযোগ পেলে, এমনকি অভিযোগ ছাড়াও, মডারেটর আক্রমণাত্মক পোস্ট বা মন্তব্য মুছে দিতে পারবেন। প্রয়োজনে সদস্যপদ বাতিল করা হবে।

৫) কপিরাইট লঙ্ঘনকারী কোনো লেখা বা উপাদান গল্প কবিতার আড্ডা প্রকাশ করবে না। অন্য উৎস থেকে নেয়া কোনো লেখা ব্যবহার করলে সূত্র উল্লেখ করতে হবে।

৬) স্প্যামিং বা সাইটে টেকনিক্যাল সমস্যা সৃষ্টিকারী যেকোনো পোস্ট/মন্তব্য কর্তৃপক্ষ মুছে ফেলতে পারবেন।

৭) মডারেটররা প্রয়োজনে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে নীতিমালা প্রয়োগ করতে পারবেন।

৮) গল্প কবিতার আড্ডা-এর পারস্পরিক যোগাযোগের সব সুবিধা ব্যবহার করতে হবে সম্পূর্ণ নিজের দায়িত্বে। এই মাধ্যমে সদস্যদের মধ্যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার দায়ভার কর্তৃপক্ষ নেবে না।

৯) প্রতিযোগিতায় অংশ নিতে হলে নির্ধারিত প্রতিযোগিতার নিয়মাবলী মেনে চলতে হবে।


আমাদের প্রত্যাশা

গল্প কবিতার আড্ডা বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, আবহমান বাংলার সংস্কৃতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ, ধর্মীয় সহনশীলতা ও অসাম্প্রদায়িক উদারচিন্তার প্রতি শ্রদ্ধাশীল।

আমরা প্রত্যাশা করি সম্মানিত লেখক ও পাঠকবৃন্দ এই মূল লক্ষ্য ও অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল থাকবেন এবং তাঁদের অসাধারণ গল্প, কবিতা ও লেখার মাধ্যমে গল্প কবিতার আড্ডা-কে সমৃদ্ধ করবেন।

আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই আমাদের প্রচেষ্টাকে সফল করবে।

সার্চ করুন

গল্প কিংবা কবিতা খুঁজে বের করার জন্য উপরের সার্চ বক্সটি ব্যবহার করুন।

আগামী সংখ্যার বিষয়
গল্পের বিষয় 
“শৈশবের বন্ধুদের পুনর্মিলন”
কবিতার বিষয় 
“বর্ষার বৃষ্টি”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর, ২০২৫
Scroll to Top