
সময় চলে যায়, ধরে রাখা যায় না,
ভোরের আলো আসে, আবার মিলিয়ে যায় না।
শৈশবের হাসি আজ স্মৃতির খাতা,
যৌবনের স্বপ্নে ভরে যায় প্রভাতটা।
সময় শেখায় বেদনা, শেখায় আশা,
সময় বুনে যায় জীবনের ভাষা।
যতই চাও না থামে এ অনন্ত ধারা,
সময়ই সবার শেষ পথের সাড়া।
তবু সময়েই বাঁচে জীবন সারা।