দূর্নীতি মোদের ভিখারী করেছে
স্বজন প্রীতি করেছে পর
ভেজাল মোদের বাচিঁয়ে রেখে
আলাদ করেছে ধড়।
মিথ্যা আজও আশার বানী
শুনে যাই নেতার মঞ্চে
ভন্ড নেতার ফান্দে মরিগো
কান্ডারীহীন এই লঞ্চে।
লঞ্চের যত যাত্রী আছে
তার বেশির ভাগই বোকা
চালাকি করে চালাক নেতারা
মোদের দিচ্ছে ধোঁকা ।
নেতারা সব লঞ্চে উঠে
ব্যাক্তি স্বার্থই দেখল
তারা কি দেখেনা মাতৃলঞ্চ
ধ্বংসের পাড়ে এস দেখল।
নেতারা দেখছে মাতৃলঞ্চ
কান্ডারী কেহই নাই,
তবু ও তারা কান্ডারী হলোনা
বিবেক ও কি ওদের নাই।
কান্ডারীহীন লঞ্চ ভেসে যায়
অথই সাগর জলে
নেতা চামচা আর জনগণ
এবার মরব সবাই মিলে।