গুন্ডিয়া

জাতে মোরা সর্প মনে বড় দর্প

সুযোগ  পেলে দেই কামড়ে,

যতই বিষ ঠুকে  দেই তবু তোরা হুশে নেই

এমনি মোট তোদের চামড়ে।

দূরভিসন্দি , তাই আটি ফন্দি

এখানের ছেলে মেয়ে ওখানে,

ছেলে ধরা খেলা খেলে তোদেরকে গোলে ফেলে

লক্ষ্যে পৌছে  গেলাম ওপেনে।


নয় মোর বিরুধিতা দিলাম নতুন ছুতো

কোটা আবিদ আর দূর্নীতি,

এই নে এই ধর, রাস্তায় বসে পড়

ভুলে যা আজ যা করার তার নীতি।

কতশত  কোলাহল নাইকো বীরের দল

বাধা দিবে অন্যায়ের শীরে,

তাইতো হেসে খেলে খুশির ঢেকুর তোলে

চলছে দখল তোদের বুক ছিঁড়ে।

১২ই জুলাই ২০২৪

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top