আমার শৈশব
আমার শৈশব, রঙিন ছবি,
ঘাসের মাঠে দৌড়ের কবি।
কাগজের নৌকা জলে ভাসে,
মেঘের দেশে স্বপ্ন হাসে।
বটগাছ তলে লুকোচুরি,
বন্ধুদের সাথে কত সুরই।
বৃষ্টির জলে ভিজে গা,
মাটির গন্ধে আনন্দ ছড়া।
মায়ের ডাক সেই দুপুরে,
ভাতের গন্ধ ভেসে আসে ঘরে।
সন্ধ্যা হলে প্রদীপ জ্বলে,
গল্পে ঘেরা সুখের তলে।
আহা! সে দিন, ফেলে আসা কাল,
স্মৃতির খাতায় রঙিন জাল।
আমার শৈশব, মধুর গান,
চিরকাল রবে হৃদয় জান।